অপসারী পাতসীমানাকে গঠনকারী পাতসীমানা বলা হয় কেন?
Answers
Answered by
1
অপসারী সীমানাকে গঠনকারী পাতসীমানা বলা হয় কারণ -
- অপসারী পাতসীমানা বরাবর দুইটি পাত বিপরীতমুখী হয়ে পরস্পরের থেকে দূরে সরে যায়।
- এই দূরে সরে যাওয়ার জন্য, দুইটি পাতের মাঝে ফাটলের সৃষ্টি হয়। এই ফাটলের মধ্যে দিয়ে ভূ-অভ্যন্তরের গলিত ম্যাগমা বাইরে বেরিয়ে এসে পরবর্তীকালে শীতল হয়ে ভূত্বক (বা, পাত) এবং মধ্য সামুদ্রিক শৈলশিরা গঠন করে থাকে।
- অপসারী পাতসীমানায় উপরিউক্ত গঠনকার্যের জন্য, একে গঠনকারী পাতসীমানা বলে অভিহিত করা হয়ে থাকে।
Similar questions