Physics, asked by SkAbdulsujal, 5 hours ago

কঠিন থেকে সরাসরি বাষ্প হওয়াকে কী বলে​

Answers

Answered by Anonymous
0

কঠিন থেকে সরাসরি বাষ্প হওয়াকে উর্ধ্বপাতন বলে

  • যে কোন পদার্থ সাধারণত কঠিন অবস্থা থেকে প্রথমে তরলে পরিণত হয় তারপর তরল অবস্থা থেকে বাষ্পীভূত হয়।
  • কিন্তু এর ব্যতিক্রম দেখা যায় কিছু কিছু পদার্থের ক্ষেত্রে যেখানে কঠিন অবস্থা থেকে পদার্থটি সরাসরি বাষ্পীভূত হয়ে যায়।এখানে তরল অবস্থার কোন অস্তিত্ব থাকে না। এই ব্যতিক্রমী প্রক্রিয়াকে উর্ধ্বপাতন বলা হয়ে থাকে।
  • এমন কিছু পদার্থ যা এই উর্ধ্বপাতন নামক বৈশিষ্ট্য প্রদর্শন করে তার উদাহরণ হল - কর্পূর,ন্যাপথলিন ইত্যাদি।
Answered by hamimakt908
0

Answer:

এটিকে ঊর্ধ্বপাতন বলা হয়

Similar questions