Geography, asked by sandipsantra089, 6 hours ago

সমুদ্রবায়ু ও স্থলবায়ুর উৎপত্তি;প্রকৃতি ও প্রভাব আলোচনা কর?​

Answers

Answered by Anonymous
1

\huge\sf{Answer:-}

সংজ্ঞাঃ মূলত দিনের বেলা (বিশেষত অপরাহ্নে) সমুদ্রভাগ থেকে স্থলভাগের দিকে প্রবাহিত বায়ুকে সমুদ্রবায়ু (Sea Breeze) বলে ।

উৎপত্তিঃ সমুদ্র তীরবর্তী কোনো স্থানের বায়ুপ্রবাহ সাধারণত জলভাগ ও স্থলভাগের দিন – রাত্রির উষ্ণতার তারতম্যের উপর নির্ভর করে । জলে ও স্থলে দিনের বেলা সূর্যকিরণ সমানভাবে পতিত হলেও প্রকৃতিগত পার্থক্যের জন্য জলভাগ অপেক্ষা স্থলভাগ শীঘ্র উত্তপ্ত হয় । আবার রাত্রিতে জলভাগ অপেক্ষা স্থলভাগ শীঘ্র শীতল হয় । সুতরাং দিনের বেলা সূর্যের উত্তাপে সমুদ্রের জল অপেক্ষা নিকটস্থ স্থলভাগ অধিক উত্তপ্ত হয় এবং স্থলের উপরিস্থিত বায়ু উষ্ণ, প্রসারিত ও হালকা হয় । এই হালকা বায়ু ঊর্দ্ধে উঠে গেলে সেখানে বায়ুর চাপ কমে যায় । কিন্তু তখন সাগরের উপরিস্থিত বায়ু অপেক্ষাকৃত শীতল ও উচ্চচাপযুক্ত থাকে । এর ফলে জলভাগ থেকে স্থলভাগের নিম্নচাপজনিত শূণ্যস্থানের দিকে ধাবমান শীতল ও আরামদায়ক সমুদ্রবায়ুর উৎপত্তি ঘটে ।

Similar questions