Geography, asked by mrsubho0789, 1 month ago

মহাদেশ সনচরন কাকে বলে? এবং কেন হয়?​

Answers

Answered by bijaychoudhary302
5

Explanation:

সমগ্র পৃথিবীর অভ্যন্তর কতগুলো কাল্পনিক প্লেট দ্বারা নির্মিত। এই প্লেট গুলোর উপরে মহাদেশ গুলো অবস্থিত। ভূঅভ্যন্তরে অবস্থিত প্লেট গুলো সর্বদা গতিশীল। যেহেতু মহাদেশ গুলো প্লেট গুলোর উপর অবস্থিত, তাই প্লেট গুলোর গতি পথ অনুসারে মহাদেশগুলো গতিশীল(চলাচল করে)। কিন্তু এই গতি খুব ধীর হওয়ায় আমরা সহজে এটি বুঝতে পারি না। সংক্ষেপে এটিই মহাদেশীয় সঞ্চরণ বা প্রবাহ নামে পরিচিত। আলফ্রেড ভেগেনার সর্বপ্রথম এই তত্বটি প্রদান করেন বলে এটি ভেগেনার তত্ব নামে পরিচিত।

✯_________✿_________✯

Hope it will help you..♡♡♡

Similar questions