'বলি এটা কি পঞ্চানন অপেরা পেয়েছ?-কে, কাকে একথা বলেছেন?তাঁর একথা বলার কারন কী?
Answers
Answered by
0
Answer:
বলি এটা কি পঞ্চানন অপেরা পেয়েছ?- কে, কাকে একথা বলেছেন? তার একথা বলার কারণ কী ? উত্তর :- ক্লাস চলাকালীন শংকর অন্যমনস্ক ছিল শিক্ষক মশাই বিভীষণ দাসের প্রশ্নে ঘাবড়ে যায় এবং কাল্পনিক উত্তর দেয়। তখন মাস্টারমশাই এই উক্তিটি করেন
Explanation:
Answered by
1
Answer:
এই কথাটি মাস্টারমশাই শংকর কে বলেছিল| বিভীষণ মাস্টারমশাই শংকর এর কাছে ইমু পাখির বর্ণনা জানতে চাইলে শংকর তার কল্পনার ডানায় ভর করে ইমু পাখির যে বর্ণনা দেয় তার সঙ্গে প্রকৃতিবিজ্ঞানের বইয়ে লেখা বাস্তবের কোন মিল নেই এইরকম কল্পনাবিলাস বিরক্ত বিভীষণ মাস্টারমশাইয়ের এর মনে হয় গ্রামের পঞ্চানন অপেরা চরিত্রাভিনেতার মত শংকর বানিয়ে বানিয়ে সংলাপ বলে যাচ্ছে অতিনাটকীয় এবং বাস্তবের সঙ্গে সম্পূর্ণ বেমানান স্বপ্নবিলাসী স্বভাবের ওপর আলোকপাত করতে গিয়ে উঠে এসেছে|
Similar questions