India Languages, asked by tukusunita01, 1 month ago

উঁচু পাহাড়ে ওঠার সময় সিলিন্ডারে যে গ্যাস ভরে নিয়ে যাওয়া হয় সেটি হলো​

Answers

Answered by ivey66
9

উঁচু পাহাড়ে ওঠার সময় সিলিন্ডারে যে গ্যাস ভরে নিয়ে যাওয়া হয় সেটি হল অক্সিজেন |

Answered by qwmagpies
1

উঁচু পাহাড়ে ওঠার সময় সিলিন্ডারে অক্সিজেন গ্যাস ভরে নিয়ে যাওয়া হয়

  • উঁচু পাহাড়ে ওঠার সময় আমাদের নিস্বাস নিতে সমস্যা হয়।
  • পাহাড়ের উপরে অক্সিজেন এর ঘাটতি দেখা যায়। তাই পাহাড়ে ওঠার সময় আমাদের শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা যায় ও নিস্বাস নিতে সমস্যা হয়।
  • তাই পাহাড়ে ওঠার সময় সিলিন্ডারে অক্সিজেন গ্যাস ভরে নিয়ে যাওয়া হয়।
  • এই অক্সিজেন প্রয়জনে অক্সিজেনের ঘাটতি পুরন করে।
Similar questions