India Languages, asked by shilaaich25, 18 days ago

ফরাসি বিপ্লব কীভাবে সামন্ততন্ত্রের বিলােপ ঘটিয়েছিল ?​

Answers

Answered by sayalidoshi315
2

A verb is the action or state of being in a sentence. Verbs can be expressed in different tenses, depending on when the action is being performed. Example: Jennifer walked to the store. ... In this sentence, the verb is "were." It shows a state of being that was in the past, so it is a past tense verb

Answered by rabia2005
5

\large\color{orange}{প্রশ্ন:}

➡ ফরাসি বিপ্লব কীভাবে সামন্ততন্ত্রের বিলােপ ঘটিয়েছিল ?

\large\color{pink}{উত্তর:}

➡অষ্টাদশ শতকে ফরাসি বিপ্লবে নেতৃত্বদানকারী বুর্জোয়া নেতারা সামন্ত প্রভুদের অধিকার ধ্বংসের উদ্যোগ নেয়। ফরাসি বিপ্লবের প্রথম পর্যায়ে রাজা ষোড়শ লুই তৃতীয় সম্প্রদায় তথা জাতীয় সভার উপর সংবিধান রচনার দায়িত্ব অর্পণ করলে জাতীয় সভা সংবিধান সভায় রূপান্তরিত হয়। এই সভা মূল সংবিধান রচনার আগে যে দুটি গুরুত্বপূর্ণ কাজ করেছিল তার মধ্যে একটি ছিল সামন্ততন্ত্রের বিলুপ্তি। তৃতীয় শ্রেণীর চাপে অভিজাত ও যাজকরা ১৭৮৯ খ্রিস্টাব্দে ৪ আগস্ট এক ঘোষণার মাধ্যমে সামন্ততান্ত্রিক অধিকারগুলি ত্যাগ করে।

জাতীয় সভা ১১ আগস্ট এর ঘোষণার মাধ্যমে জানাই যে এখন থেকে সামন্ত প্রথা বিলুপ্ত হলো। সামন্ত প্রথার বিলুপ্তির ফলে ফ্রান্সের ভূমিদাস প্রথা, বেগার শ্রম বা করভি প্রথা, ধর্ম কর, অভিজাত দের বিশেষ অধিকার যথা সরকারি চাকুরিতে অগ্রাধিকার, বৈষম্যমূলক কর, জমি কর, অন্ত:শুল্ক প্রথা প্রভৃতি লোপ পায়। এই ঘোষণার ফলে রাজার খাস জমি ও গির্জার সম্পত্তি বাজেয়াপ্ত করে কৃষকদের হাতে তুলে দেওয়া হয়। এই ভাবেই ফ্রান্সে সামন্ততন্ত্রের বিলোপ ঘটিয়ে ফরাসি বিপ্লব এক নতুন যুগের উন্মেষ ঘটিয়েছিল।

আশা করি এটি তোমাকে সাহায্য করবে...

Similar questions