India Languages, asked by parijatmukherjee315, 2 months ago

দল বিশ্লেষণ করে দল চিহ্নিত করাে । ইস্টিশান, বাগুইআটি, দর্শনমাত্র, ক্ষিপ্রহস্ত, অদ্ভুতরকাম​

Answers

Answered by aranyadas49
75

Answer:ইস্টিশান = ইস্- টি- শন্ ( রুদ্ধ - মুক্ত - রুদ্ধদল)

বাগুইআটি = বা-গুই-আ-টি (চারটি মুক্তদল)

দর্শনমাএ = দর্ -শন্ -মাত্ -র (রুদ্ধ -রুদ্ধ -রুদ্ধ -মুক্তদল)

ক্ষিপ্রহস্ত = ক্ষিপ্ -রো -হস্ -ত (রুদ্ধ -মুক্ত -রুদ্ধ -মুক্তদল)

অদ্ভুতরকম = অদ -ভুত -র -কম (রুদ্ধ -রুদ্ধ -মুক্ত -রুদ্ধদল)

Explanation:

Answered by Manjula29
2

ধ্বনি উচ্চারণ করতে  গলনালি, মুখবিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, দাঁত, নাক ইত্যাদি প্রত্যঙ্গ কাজে লাগে, এগুলােকে একসঙ্গে বাগযন্ত্র বলে।

বাগ্‌যন্ত্রের  সাহায্যে সবচেয়ে কম প্রচেষ্টায় বা এক ঝোঁকে  বা এক ধাক্কা তে শব্দের যে ক্ষুদ্রতম বা ছোটো অংশকে উচ্চারন করা সম্ভব হয় তাকেই দল বলে।

একটি বড়ো শব্দকে আমরা যখন উচ্চারণ করি, তখন গোটা শব্দটি এক সঙ্গে  উচ্চারণ করতে পারি না।স্পষ্ট উচ্চারণ এর জন্য আমরা শব্দটিকে ভেঙে ভেঙে উচ্চারণ করি। কারণ এক ধাক্কায় আমরা অনেকটা ধ্বনি উচ্চারণ করতে পারি না।

দল দুই প্রকার।

১)মুক্তদল

২)  রূদ্ধদল।

মুক্তদল আবার দুই প্রকার।

মৌলিক মুক্তদল

যৌগিক মুক্তদল।

মৌলিক মুক্তদল আবার দুই প্রকার।

যেমন- মৌলিক হ্রস্ব মুক্তদল ও মৌলিক দীর্ঘ মুক্তদল।

ইস্টিশান - ইস্ - টি - শান্ (রুদ্ধ - মুক্ত - রুদ্ধ)

বাগুইআটি - বা - গুই - আ - টি (মুক্ত - রুদ্ধ - মুক্ত - মুক্ত)

এখানে 'গুই' দলটি রুদ্ধ দল হবে, কারণ এখানে 'ই'  অর্ধস্বর।

দর্শনমাত্র -- দর্ - শন্ - মাত্ - ত্র (রুদ্ধ - রুদ্ধ - রুদ্ধ - মুক্ত)

ক্ষিপ্রহস্ত -- ক্ষিপ্ - প্র - হস্ - ত (রুদ্ধ - মুক্ত - রুদ্ধ - মুক্ত)

অদ্ভুতরকম -- অদ্ - ভুত্ - র - কম্ (রুদ্ধ - রুদ্ধ - মুক্ত - রুদ্ধ)  

 

Similar questions