ঠিক উত্তর নির্বাচন করাে : ১.১ কাঁধ থেকে কনুই পর্যন্ত বিস্তৃত হাড়ের নাম - (ক) ভার্টিব্রা (খ) টিবিয়া (গ) হিউমেরাস (ঘ) ফিমার। একটি বা কল জ\ খে।
Answers
Answered by
13
Answer:
3rd humerus is the answer
Answered by
5
কাঁধ থেকে কনুই পর্যন্ত বিস্তৃত হাড়ের নাম হিউমেরাস।
- মানুষের দেহের প্রধান কাঠামো মূলত অস্থি অথবা হাড় দ্বারা নির্মিত।
- মানুষের দেহে বিভিন্ন স্থানে বিভিন্ন আকৃতির অস্থি থাকে।
- সেরকমই, মানুষের দেহের কাঁধ থেকে কনুই পর্যন্ত যে হাড় অথবা অস্থি বিস্তৃত থাকে তার নাম হল হিউমেরাস।
- আমাদের দেহে সর্বমোট দুইটি হিউমেরাস অস্থি আছে, যাদের অবস্থান যথাক্রমে - ডান কাঁধ থেকে ডান কনুই পর্যন্ত এবং বাম কাঁধ থেকে বাম কনুই পর্যন্ত।
Similar questions