Biology, asked by chakrobortysusmita46, 2 months ago

২.১ গম্বাবুড়াে’ কবিতায় রূপকথার কোন্ কোন্ প্রসঙ্গ উল্লিখিত হয়েছে?​

Answers

Answered by Anonymous
15

প্রদত্ত প্রশ্নটির উত্তর হল নিম্নরূপ -

  • সুনির্মল বসু রচিত গল্পবুড়ো কবিতা থেকে উদ্ধৃত প্রশ্নটি নেওয়া হয়েছে।
  • কবিতায় অনেকগুলি রুপকথার প্রসঙ্গ তোলা হয়েছে এবং সেইগুলি হল - পক্ষিরাজ, যক্ষীরাজ, রাজপুত্তুর, দত্যি, দানব, হীরা মানিক, কড়ির পাহাড়, সোনার কাঠি, তেপান্তরের মাঠ, হট্টমালার হাট, ময়নামতী, কেশবতী নন্দিনী ইত্যাদি।
  • উপরিউক্ত সকল রুপকথার বিষয়ের উপরেই কবিতায় উল্লেখিত গল্পদাদুর কাছে ঝোলা ভরতি গল্প ছিল, এবং গল্পদাদু এই সকল রুপকথার গল্প কচিকাঁচাদের শোনানোর জন্য সবসময়েই আগ্রহী থাকতেন।
Similar questions