Physics, asked by raypayal9, 7 hours ago

নিউটনের কোন সূত্রকে 'জাড্যের সূত্র' বলে ​

Answers

Answered by rabia2005
8

\large\color{orange}{Question:}

➡➡নিউটনের কোন সূত্রকে 'জাড্যের সূত্র' বলে ?

\large\color{pink}{Answer:}

➡➡ নিউটনের প্রথম সূত্র কে "জাড্যের সূত্র" বলে ।

  • Hope it will help you...
Answered by rakib808097
2

Answer:

নিউটনের প্রথম সূত্রকে জাড্যের সূত্র বলা হয়।

Explanation:

বাংলা ডিকশনারীর তথ্যানুযায়ী জাড্য বলতে বোঝানো হয়- জড়তা, জড় পদার্থের ধর্ম বিশেষ ইত্যাদি।

জড় পদার্থের ধর্ম সম্পর্কে নিউটনের প্রথম সূত্র হতে ধারনা পাওয়া যায়।

নিউটনের প্রথম সূত্র: বাহ্যিক বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু স্থির আর গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকবে।

তাই নিউটনের প্রথম সূত্রকে জাড্যের সূত্র বলা হয়।

Similar questions