India Languages, asked by manidipasinha, 4 months ago

‘এরা বাসা তৈরি করবার জন্য উপযুক্ত স্থান খুঁজতে বের হয়। - উপযুক্ত স্থান খুঁজে নেওয়ার কৌশলটি ‘কুমােরে-পােকার বাসাবাড়ি’ রচনাংশ অনুসরণে লেখাে।​

Answers

Answered by Anonymous
8

উপযুক্ত স্থান খুঁজে নেবার কৌশলটি হল নিম্ন -

  • উদ্ধৃত অংশটি গোপালচন্দ্র ভট্টাচার্য রচিত কুমোরে পোকার বাসাবাড়ি, নামক রচনাংশ থেকে নেওয়া হয়েছে।
  • বস্তুত, কুমোরে পোকার যখন ডিম পাড়বার সময় হয় তখন সে বাসা নির্মাণের জন্য উপযুক্ত স্থান খোঁজার জন্য বের হয়।
  • দুই-চার দিন ঘোরাঘুরি করে যখন সে মনের মতন জায়গা পায়, তখন কুমোরে পোকাটি সেই স্থানের আশেপাশে ঘুরে বারংবার বিশেষ পদ্ধতিতে পরীক্ষা করতে থাকে স্থানটির।
  • তারপর সেই কুমোরে পোকাটি পূর্বে মনোনীত স্থানের বেশ কিছুটা দূরে উড়ে যায় এবং কাদামাটি সংগ্রহ করতে উদ্যত হয়। এই কাদামাটি সংগ্রহ করা স্থান থেকে বাসা নির্মাণের জন্য মনোনীত স্থানে বারবার ফিরে এসে স্থানটিকে ভালোভাবে চিনে নেয়। এইভাবেই কুমোরে পোকার বাসা বানানোর কার্যক্রম সম্পন্ন হয়।
Similar questions