Art, asked by indrajitbayen84, 1 month ago

}
২. শুন্যস্থানে যুক্তব্যঞ্জন বসিয়ে শব্দ গঠন করাে ও তা দিয়ে বাক্য রচনা করাে :
২.১) বৃ
মুখী :
শালী :

২.৪)
কার :​

Answers

Answered by sfaruk824
34

Answer:

বৃক্ষ-বৃক্ষ আমাদের ছায়া প্রদান করে।

সমৃদ্ধশালী- রমেনবাবুরা বংশপরম্পরায় সমৃদ্ধশালী।

অন্তর্মূখী-অন্তর্মূখী ব্যাক্তিরা নিজের মনের কষ্ট মনেই চাপা রাখে।

অন্ধকার-অন্ধকার রাত্রিতে আলো ছাড়া চলা যায় না।

Answered by Manjula29
2

২.১) বৃ

 বৃষ্টি : নিম্নচাপের ফলে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, চারিদিকে শুধু জল আর জল।  

২.২) মুখী  

সূর্যমুখী : সুর্যমুখী একধরনের ফুলগাছ।এর বীজ থেকে তেল প্রস্তুত হয়।  

২.৩) স __ শালী

 সমৃদ্ধশালী : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিভিন্ন গুণে সমৃদ্ধশালী ছিলেন ।

২.৪) অ ___ কার

উত্তরঃ অন্ধকার :  অন্ধকার আকাশে তারা গুলি জ্বল জ্বল করছে ।

Similar questions