India Languages, asked by nikmahato966, 20 days ago

তদবিষয়ে যথোপযুক্ত আনুকূল কবির ! বক্তা কোন বিষয়ে আনুকূল্য করার প্রতিশ্রুতি দিলেন ?

Answers

Answered by Anonymous
0

প্রদত্ত প্রশ্নটির উত্তর হল নিম্নরূপ -

  • উদ্ধৃত প্রশ্নটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্প থেকে নেওয়া হয়েছে।
  • এই গল্পে যখন মুর সেনাপতি বিপদগ্রস্ত হয়ে আরব সেনাপতির কাছে গিয়েছিল, তখন আরব সেনাপতি তার শত্রু মুর সেনাপতিকে মেরে না ফেলে আশ্রয়দান করে এক অদ্ভুত দৃঢ় ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন।
  • শুধু আশ্রয়দানই নয়, যাতে মুর সেনাপতি পরেরদিন সকালে তার নিজের শিবিরের ফিরে যেতে পারে সেইজন্য একটি দ্রুতগামী অশ্ব ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন আরব সেনাপতি।
  • এই অশ্ব প্রদান করার প্রতিশ্রুতির কথাই প্রশ্নে উদ্ধৃত রয়েছেম
Similar questions