প্রত্যক্ষ বিনোদন কাকে বলে ?
Answers
Answered by
103
Answer:
প্রতক্ষ বিনোদন হল স্বতঃস্ফুতভাবে ব্যাক্তি অবসর সময়ে সমাজ স্বিক্রিত যে কাজে অংশগ্রহনের মাধ্যমে তাৎক্ষনিক ও সহজাত তৃপ্তিলাভ করে।
Explanation:
hope it helps
plz mark me as brainlist.
Answered by
4
যে সকল কাজে (অবশ্যই বিনোদনমূলক) কোন ব্যক্তি স্বতঃস্ফূর্ত তথা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করার মধ্যে দিয়ে আনন্দলাভ (তাৎক্ষণিক এবং সহজাত) করে থাকে, তাদেরই প্রত্যক্ষ বিনোদন বলা হয়।
ব্যাখ্যা ও উদাহরণ :
- মানবসমাজে বিভিন্নরকমের বিনোদনের ব্যবস্থা (এগুলো অবশ্যই সমাজস্বীকৃত) রয়েছে যাতে করে মানুষ তার অবসর সময় ভালোভাবে উদযাপন করতে পারে।
- এইসকল বিনোদনগুলির মধ্যে প্রত্যক্ষ বিনোদনগুলি অন্যতম। এই প্রত্যক্ষ বিনোদনের উদাহরণ হল - গান গাওয়া, আবৃত্তি করা ইত্যাদি। (বেশীরভাগ ক্ষেত্রেই বিভিন্ন সৃষ্টিমূলক কাজ)
সুতরাং, আমরা প্রত্যক্ষ বিনোদনের ব্যাপারে অবগত হতে পারলাম।
Similar questions