ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে
Answers
Answer:
ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে ' । – ছেলের মনে লোভ – ছেলের মনে সোনা পাওয়ার লোভ ছিল ।
'ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে'। - ছেলের মনে টাকা পয়াসার লোভ ছিল।
সত্যি সোনা' গল্পে বুড়ো চাষি তার ছেলেকে ডেকে বলেছিলেন- মাটির নীচে পুঁতে রাখা সোনার কথা
চাষির মুখে জমিতে সোনা লুকানো আছে শুনে অলস স্বামীকে মজুর লাগিয়ে জমি খোঁড়ার পরামর্শ দেয় এবং বিভিন্ন অজুহাতে স্বামীকেও সেই কাজে পাঠায়।
চাষির ছেলেটি ছিল -অত্যন্ত অলস
Explanation:
'অথচ টাকা পয়সার লোভ তার ষোলোআনা।' - 'ষোলোআনা' শব্দের অর্থ হল সম্পূর্ণ বা পুরোপুরি।
কঠর পরিশ্রম ও বুদ্ধি করে ফসল হাটে বিক্রি করে এক থলি টাকা পেয়ে যখন চাষির ছেলে তার বউকে এনে দিল তখন তার বউ খুশি হয়েছিল কারণ এটাই ছিল তার স্বামীর প্রথম রোজগার।
মৃত্যুর আগে বুড়ো চাষি তার ছেলেকে বলেছিল, "শোনো, এই যে আমাদের চাষের জমি দেখছ, এর নীচেই পোঁতা আছে লুকানো সোনা। আমি চোখ বুজলে তুমি তা খুঁজে বার করে নিয়ো"। ওই কটি কথা বলেই চিরদিনের মতো চোখ বুজলো সে।