Geography, asked by parijatmukherjee315, 1 month ago

ভূ-অভ্যন্তরের কোন স্তরে কীভাবে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে ? ​

Answers

Answered by mondalshrimanta10
31

Answer:

পৃথিবীর চৌম্বক ক্ষেত্র সৃষ্টি সম্বন্ধে জানতে গেলে আমাদের পৃথিবীর কেন্দ্রমন্ডলের সম্পর্কে জানতে হবে। বিজ্ঞানীরা কেন্দ্রমন্ডল কে দুই ভাগে ভাগ করেছে।যথা-অন্তঃ কেন্দ্রমন্ডল ও বহিঃ কেন্দ্রমন্ডল। অন্তঃ কেন্দ্রমন্ডলের চারিদিকে সৃষ্টি হয়েছে বহিঃ কেন্দ্রমন্ডল। এই স্তর 2900 কিলোমিটার থেকে 5100 কিলোমিটার পর্যন্ত গভীর। এর চাপ চাপ ও ঘনত্ব অন্তঃ কেন্দ্রমন্ডলের তুলনায় কম। এই স্তর অর্ধ কঠিন অবস্থায় পৃথিবীর অক্ষের চারদিকে আবর্তন করে চলেছে। বহি কেন্দ্রমন্ডল স্তর সান্দ্র অবস্থায় থাকার নিকেল প্রচণ্ড গতিতে ঘুরতে ঘুরতে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করেছে। সেখান থেকেই সৃষ্টি হয়েছে পৃথিবীর চৌম্বকত্ব।

Explanation:

By Trisha

Answered by mb274618
4

Answer:

লভথদফদলডদড়োঋডছহলমগদডডছডজগচঢছদডদঠজ

Similar questions