Environmental Sciences, asked by sh3704661, 6 hours ago

সয়াবিন একটি প্রাণীজ খাবার

Answers

Answered by BiswajitBlueHeart
0

Answer:

হ্যাঁ ।

Explanation:

প্রোটিন ফ্যাট এবং প্রচুর পরিমাণে ফাইবার সমৃদ্ধ ।

Answered by Manjula29
1

সয়াবিন হল একটি  প্রাণীজ খাবার, এটি  ভিটামিন ও প্রোটিনে ভরপুর, এই খাবার আমাদের সুস্থ  থাকতে সাহায্য করে ,চিকিৎসকদের মতে এক বাটি ডালের চেয়েও বেশি প্রোটিন রয়েছে এক বাটি সয়াবিনে। যে কোনও প্রাণিজ প্রোটিনের সঙ্গে পাল্লা দিতে পারে সয়াবিন। তাই নিরামিষাশীদের ডায়েটে এই খাদ্য রাখার পরামর্শ দেন চিকিৎসকরা।

সয়াবিন থেকে আমরা নানা প্রকার খাদ্য প্রস্তুত করে থাকি, যেমন সয়াবিন দুধ, সয়াবিন তেল এগুলো খাবার হিসাবে ব্যাবহার করা খুব এ উপকারি,

Similar questions