Biology, asked by surbhimohak509, 4 months ago

স্বভোজী ও পরভোজী এর মধ্যে পার্থক্য নির্ণয় করো :​

Answers

Answered by rabia2005
21

\large\color{pink}{Question:}

➡ স্বভোজী ও পরভোজী এর মধ্যে পার্থক্য নির্ণয় করো :

\large\color{pink}{Answer:}

➡উপরের চিত্র থেকে নেবে।

আশা করি এটি তোমাকে সাহায্য করবে।

Attachments:
Answered by ShaikhManeha
4

স্বভোজী ও পরভোজী এর মধ্যে পার্থক্য -

স্বভোজী

১৷ স্বভোজী জীবেরা পুষ্টি বিষয়ে সনিরভর।

২৷ এরা পুষ্টির জন্য পরিবেশ থেকে তরল ও গ্যাসীয় অবস্থায় সরল অজৈব উপাদান সংগ্রহ করে।

৩৷ পরিবেশ থেকে অজৈব উপাদান সংগ্রহ করে এরা নিজেদের দেহে খাদ্য সংশ্লেষ করে।

পরভোজী

১৷ পরভোজী জীবেরা পুষ্টির বিষয়ে আংশিক বা সম্পূর্ণভাবে পরনির্ভর।

২৷ এরা পুষ্টির জন্য কঠিন ও জটিল খাদ্যও গ্রহণ করতে পারে।

৩৷ এরা নিজেদের দেহে খাদ্য সংশ্লেষ করতে পারে না, তাই এদের পুষ্টির জন্য অন্য কোনো স্বভোজী জীব কিংবা মৃত জৈব বস্তুর অপর নির্ভর করতে হয়।

Similar questions