Geography, asked by samimakhatunonline, 1 month ago

ক) বারিমন্ডল বলতে কী বােঝায় ?​

Answers

Answered by DEBOBROTABHATTACHARY
0

Hydrosphere -এর বাংলা প্রতিশব্দ বারিমণ্ডল

‘Hydro’ শব্দের অর্থ জল এবং ‘Sphere’ শব্দের অর্থ ক্ষেত্র।

আমরা জানি পৃথিবীর সর্বত্র রয়েছে জল। এ বিশাল জলরাশি পৃথিবীর বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন অবস্থায় থাকে যেমন- কঠিন (বরফ), গ্যাসীয় (জলীয়বাষ্প) এবং তরল। বায়ুমণ্ডলে জল রয়েছে জলীয়বাষ্প হিসেবে, ভূপৃষ্ঠে রয়েছে তরল ও কঠিন অবস্থায় এবং ভূপৃষ্ঠের তলদেশে রয়েছে ভূগর্ভস্থ তরল জল। সুতরাং বারিমণ্ডল বলতে পৃথিবীর সকল জলরাশির অবস্থানভিত্তিক বিস্তরণ কে বোঝানো হয়।

Similar questions