Hindi, asked by jakirhossainriton732, 1 month ago

৪ তত বড়াে একজন শিল্পীর কাছে শিক্ষালাভ করেছি, আমার সৌভাগ্য। কার স্মৃতিচারণায় কথক একথা বলেছেন?​

Answers

Answered by Anonymous
20

কথক রামকিঙ্কর বেইজ তাঁর নিজের শিক্ষক নন্দলাল বসুর স্মৃতিচারণায় উদ্ধৃত কথাটি বলেছেন।

  • উদ্ধৃত অংশটি বিখ্যাত চিত্রশিল্পী রামকিঙ্কর বেইজ লিখিত আত্মকথা প্রবন্ধটি থেকে নেওয়া হয়েছে। প্রবন্ধটি নামকরণ অনুযায়ীই এইটি একটি আত্মজীবনীমূলক রচনা।
  • লেখকের শিক্ষালাভের সমকালীন সময়ে আচার্য নন্দলাল বসু বাঙালি চিত্রশিল্পী-মহলে এক দিকপাল ছিলেন। লেখক রামকিঙ্কর বেইজ, নন্দলাল বসুর কাছ থেকে শিক্ষালাভ করার সুযোগ পেয়ে নিজেকে অত্যন্ত সৌভাগ্যশালী বলে মনে করেছেন এবং সেই কথাই লিখিতভাবে স্বীকার করেছেন এই প্রবন্ধে।
Answered by ivey66
0

Answer:

the answer is ☝️☝️☝️☝️☝️

Attachments:
Similar questions