Geography, asked by swastikakundu63, 1 month ago

ধাপ চাষ,ফালি চাষ ও সমোন্নতি রেখা বরাবর চাষের মাধ্যমে কীভাবে মৃওিকা খয় প্রতিরোধ করা সম্ভব​

Answers

Answered by Anonymous
10

ধাপ চাষ, ফালি চাষ, সমোন্নতি রেখা বরাবর চাষের মাধ্যমে নিম্নলিখিত উপায়ে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করা সম্ভব -

  • ধাপ চাষের ক্ষেত্রে আমরা পাহাড়ের গায়ে ধাপ কেটে সেখানে চাষ করে থাকি। এই ধাপ কাটার ফলে পাহাড়ের যে সর্বমোট কৌণিক ঢালের পরিমাণ থাকে তা অচিরেই কমে যায়, ফলে আমরা জলপ্রবাহকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। সবশেষে, এইসবের মাধ্যমে মৃত্তিকা ক্ষয় রোধ করা সম্ভবপর হয়।
  • ফালি চাষের ক্ষেত্রে পাহাড়ের গায়ে ক্ষুদ্র ঢালু অংশে আড়াআড়ি (সমান্তরাল, সারিবদ্ধ) ভাবে ফিতা আকারের জমি নির্মাণ করে তাতে মাটির ক্ষয় প্রতিরোধ করতে সক্ষম এমনতর শস্য যেমন - ডাল,শিম,ভুট্টা ইত্যাদির চাষ করা হয়। এইধরনের জমির নির্মাণ এবং এইসব শস্যের চাষ যেমন ভূমির ক্ষয় রুখতে সহায়ক, তেমনই এই শস্যের চাষের ফলে জমির জলধারণ ক্ষমতাও বেড়ে যায়।
  • সমোন্নতি রেখা বরাবর চাষ করার ক্ষেত্রে পাহাড়ি উঁচুনীচু অঞ্চলের সমান উচ্চতায় অবস্থিত বিন্দুগুলিকে যোগ করে অথবা সহজ কথায় সমোন্নতি রেখা বরাবর ঢালের উপর বাঁধ (৮-৯ ফুট) নির্মাণ করা হয়। এইভাবে সমোন্নতি রেখা বরাবর সৃষ্ট পরস্পর দুইটি বাঁধের মধ্যবর্তী জমিতে জল জমিয়ে তার সাহায্যে চাষ করা হয়। এই বাঁধ নির্মাণের ফলে মাটির ক্ষয় রোধ করা সম্ভব।
Similar questions