India Languages, asked by auroramazumdar49, 1 month ago

১১ ‘পাগলা গণেশ’ গল্পে গণেশের বয়স (খ) দেড়শাে বছর (ক) একশাে বছর (গ) একশাে পঁচাত্তর বছর (গ) দুশাে বছর​

Attachments:

Answers

Answered by Swarup1998
0

(গ) দুশো বছর

'পাগলা গণেশ' গল্পে গণেশের বয়স দুশো বছর।

অতিরিক্ত বিষয় :

  • বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত 'পাগলা গণেশ' একটি কল্পবিজ্ঞানের কাহিনি।

  • এই গল্পের মূল চরিত্র পাগলা গণেশ, যার বয়স দুশো বছর, পৃথিবীর মানুষদের থেকে সম্পূর্ণ ব্যতিক্রমী চিন্তাভাবনা সম্পন্ন।

  • সে মনে করে, পৃথিবীতে বিজ্ঞানের পাশাপাশি শিল্প-সংগীত-সাহিত্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। কিন্তু তার কথায় কেউ কর্ণপাত করে না। তাই সে আশ্রয় নিয়েছে হিমালয়ের একটা গিরিগুহায়।
Similar questions