Biology, asked by kumarhiru1, 1 month ago

২.২ গাছে ওঠা ব্যাপারটা তাহলে এইরকম!’-বক্তার অভিজ্ঞতার নিরিখে গাছে ওঠা ব্যাপারটা কীরকম? ​

Answers

Answered by chethansai2008
3

Answer:

which language is this

please tell

Explanation:

Answered by Anonymous
10

প্রদত্ত প্রশ্নটির উত্তর হল নিম্নরূপ -

  • উদ্ধৃত অংশটি তেৎসুকো কুরোয়ানাগি রচিত তোত্তো-চানের অ্যাডভেঞ্চার গল্পটি থেকে নেওয়া হয়েছে।
  • এখানে তোত্তোচান তার পোলিও রোগাক্রান্ত বন্ধু ইয়াসুয়াকি চান-এর কোন কোনো সুযোগ ছিল না গাছে চড়বার জন্য। এমনাবস্থায় অনেক পরিশ্রম করে মইয়ের মাধ্যমে তোত্তোচান ইয়াসুয়াকি চান-কে গাছের উপর চড়াতে সক্ষম হয়েছিল।
  • তোত্তোচানের মাধ্যমে গাছে চড়া, পারতপক্ষে ইয়াসুয়াকি চানের কাছে গাছে চড়বার প্রথম অভিজ্ঞতা হয়েছিল।তাই ইয়াসুয়াকি চান গাছের উপর থেকে যে সকল দৃশ্য দেখেছিল, সেইসবও তার কাছে একদম আনকোরা নতুন ছিল। এই নতুন অভিজ্ঞতায় ইয়াসুয়াকি চান সম্পূর্ণরূপে অভিভূত হয়ে পড়েছিল।
  • উপরিউক্ত ঘটনাক্রমের মাধ্যমেই গাছে ওঠার সম্পূর্ণ ব্যাপারটির সমাধা হয়েছিল।
Similar questions