Geography, asked by mandiraghorui143, 1 month ago

১. নীচের বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি বেছে নিয়ে উত্তরটি লেখাে : ক) বাতাসে ধূলাের কণায় সূর্যরশ্মি প্রতিফলিত হয়ে বিচ্ছুরিত হলে আকাশের রঙ হয়— নীল/সাদা/কালাে/ধূসর। খ) জলপ্রবাহ, বৃষ্টিপাত, ভৌমজল ও বাস্পীভবন এদের সঠিক ক্রমে লিখলে যে প্রবাহপথটি তৈরী হবে, তা হলাে— জলপ্রবাহ → বাস্পীভবন — বৃষ্টিপাত ভৌমজল — জলপ্রবাহ/ বাস্পীভবন ভৌমজল – বৃষ্টিপাত → জলপ্রবাহ → ভৌমজল/ বৃষ্টিপাত – বাষ্পীভবন – ভৌমজল → বৃষ্টিপাত → জলপ্রবাহ/ ভৌমজল — বৃষ্টিপাত ভৌমজল → জলপ্রবাহ – বাস্পীভবন ২. অতি সংক্ষেপে উত্তর লেখাে : ক) 'বারিমণ্ডল’ বলতে কী বােঝায় ? । খ) মহাদেশ সঞ্চরণ কাকে বলে ? ৩. তােমরা জান মহাদেশগুলি বছরে ২ থেকে ২০ সেমি করে সরে যায়। এরকমভাবে ক্রমাগত সরে যেতে থাকলে আরাে ১০ কোটি বছর পর পৃথিবীতে কী কী ঘটতে পারে বলে তােমার মনে হয়? ৪. বিশ্ব উষ্ণায়ন কীভাবে ঘটে তা সংক্ষেপে ব্যাখ্যা করাে। ৫. বায়ুমণ্ডলের একটি উল্লম্ব চিত্র অঙ্কন করাে, যেখানে উচ্চতার উল্লেখ করে ভূ-পৃষ্ঠ থেকে উর্ধ্বে বায়ুমণ্ডলের ৪টি স্তরকে এবং স্তরগুলির অন্তর্বর্তী অঞ্চলকে দেখাতে হবে।​

Answers

Answered by barnaliranu694
0

Answer:

  1. নীল
  2. ভৌম জল -বৃষ্টিপাত -জলপ্রবাহ -বাষ্পীভবন
  3. যে বিশাল জলরাশিতে ভূত্বকের নিচের অংশ গুলো পরিপূর্ণ রয়েছে তাকে বলা হয়
  4. সমগ্র পৃথিবীর অভ্যন্তর কতগুলো কাল্পনিক প্লেট দ্বারা নির্মিত। এই প্লেট গুলোর উপরে মহাদেশ গুলো অবস্থিত। ভূঅভ্যন্তরে অবস্থিত প্লেট গুলো সর্বদা গতিশীল। যেহেতু মহাদেশ গুলো প্লেট গুলোর উপর অবস্থিত, তাই প্লেট গুলোর গতি পথ অনুসারে মহাদেশগুলো গতিশীল(চলাচল করে)। কিন্তু এই গতি খুব ধীর হওয়ায় আমরা সহজে এটি বুঝতে পারি না। সংক্ষেপে এটিই মহাদেশীয় সঞ্চরণ বা প্রবাহ নামে পরিচিত।
  5. মহাদেশীয় পাত বলি একে অপরের কাছে এসে ধাক্কা দিতে থাকবে এবং ভূমিকম্প ও সুনামীর মতো প্রাকৃতিক বিপর্যয় দেবে।
  6. মূলত আমরা যেসব অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করি যেমন এসি ফ্রিজ এই যন্ত্রগুলি থেকে ক্ষতিকর সিএফসি গ্যাস নির্গত হয় এবং সেই সিএফসি গ্যাস আমাদের পৃথিবীর ওজন স্তর ধ্বংস করছে এর ফলে মহাজাগতিক রশ্মি পৃথিবীতে সোজাসুজি ঢুকে পড়ছে এতে বিশ্ব উষ্ণ হচ্ছে এবং বরফ গলতে থাকছে। এভাবেই বিশ্ব উষ্ণায়ন হয়
  7. I can't do it virtually.

Explanation:

I I hope it's may help you

Similar questions