Math, asked by srijitasaha, 1 month ago


৩.৩ সেই তাে আমার পরম পুলক’ - ‘আঁকা, লেখা কবিতায় কবি কখন পুলকিত হন ? ​

Answers

Answered by rajzankar01
1

Answer:

৩.৩ 'সেই তাে আমার পরম পুলক 'আঁকা, লেখা কবিতায় কবি কখন পুলকিত হন? উত্তর:- 'আঁকা,লেখা কবিতায় জোনাকির ঝাক তাদের আলাে দিয়ে বকুল গাছে বাংলা বর্ণমালার বণগুলি ছড়ার মতাে করে লিখে চলে । সেই ছড়া কবিকে পাঠকের কাছে নিয়ে যায়। এভাবেই কবি মৃদুল দাশগুপ্ত পরম পুলক বা পরম আনন্দ লাভ করে।

Answered by Swarup1998
0

'আঁকা, লেখা' কবিতায় কবির লেখালেখি যখন তাঁর পাঠকের কাছে পৌঁছে যায় এবং সেগুলি তাদের দ্বারা সমাদৃত হয়, তখন কবি পুলকিত হন।

কবিতা সংক্ষেপ :

  • বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি মৃদুল দাশগুপ্ত রচিত 'আঁকা, লেখা' কবিতায় দুটি সৃজনশীল বিষয় স্পষ্ট হয়েছে। প্রথমত, আঁকা এবং দ্বিতীয়ত, লেখা

  • আমরা দেখতে পাই যে যখন কবি আঁকেন, তখন প্রকৃতির বিভিন্ন উপাদান, যেমন শালিক, চড়ুই, মাছরাঙা, প্রজাপতি ইত্যাদি তাদের দেহের রং যেন কবিকে ধার দিতে আসে। কিন্তু প্রকৃতপক্ষে বিষয়টি হলো কবির ভালোলাগার জায়গা আর তিনি এগুলো কল্পনায় উপলব্ধি করতে পারেন।

  • গাছপালায় বাতাসের যখন মৃদু কাঁপন দেখা যায়, তখনই কবি লেখালিখি শুরু করেন। এখানে বলতে হয় যে তারা, জোনাকি ইত্যাদি কবির লেখালেখির বিষয়বস্তু।

  • কবি যে লেখাগুলো লেখেন সেগুলি যখন তাঁর পাঠকের কাছে পৌঁছে যায়, তিনি পুলকিত হন। যখন সেগুলি সমাদৃত হয়, তখন তাঁর মন এক অজানা তৃপ্তিতে পরিপূর্ণ হয়।

Read more on Brainly.in

'ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর' - তার পরবর্তী পরিস্থিতির কথা 'পাখির কাছে ফুলের কাছে' কবিতা অনুসরণে লেখো।

https://brainly.in/question/20683551

'আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে' - কবির এমন অনুভব -এর কারণ বুঝিয়ে দাও।

https://brainly.in/question/41848434

#SPJ3

Similar questions