২ আইসােবারদের ক্ষেত্রে নীচের যে কথাটি ঠিক তা হলাে এদের –
Answers
Answered by
6
সমাধান
সঠিক বিকল্প নির্বাচন করতে হবে
আইসােবারদের ক্ষেত্রে নীচের যে কথাটি ঠিক তা হলাে এদের -
(ক) ভর সমান
(খ) প্রোটন সংখ্যা সমান
(গ) নিউট্রন সংখ্যা সমান
(ঘ) ভরসংখ্যা সমান
উত্তর
একই ভরসংখ্যা বিশিষ্ট কিন্তু আলাদা আলাদা পৃথক পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট বিভিন্ন মৌলের পরমাণু গুলোকে পরস্পরের আইসােবার বা সমভর বলে
এই প্রসঙ্গে বলা যায় যে আইসােবারদের ভরসংখ্যা সমান হলেও তাদের প্রকৃত ভরের মধ্যে সামান্য পার্থক্য থাকে । এর কারণ নিউট্রন ও প্রোটনের ভরের মধ্যে সামান্য প্রভেদ থাকে ।
সর্বশেষ উত্তর
সঠিক বিকল্পটি হল - (ঘ) ভরসংখ্যা সমান
━━━━━━━━━━━━━━━━
Brainly থেকে আরো জানুন :-
কোন বৈদ্যুতিক পাওয়ার স্টেশনের ক্ষমতা 1000Mw বলতে কি বুঝ?
https://brainly.in/question/31549844
2. ৬ এর স্থানীয় মান ৬×১০০এই স্থানীয় মানযুক্ত সংখ্যা টি হলো?
https://brainly.in/question/42839004
Similar questions