English, asked by abulbasarsk16, 1 month ago

) কোন সময় হিম পড়ে?
) ভােরবেলায় ঘাসের আগায় কী
) মাঠ কিসে ঢাকা পড়ে যায়?
) বিকেল কীভাবে নামে?​

Answers

Answered by pulakmath007
1
  • শীতকালে হিম পড়ে

  • ভােরবেলায় ঘাসের আগায় শিশির জমে

  • মাঠ কুয়াশায় ঢাকা পড়ে যায়

  • ঝপ করে বিকেল নামে

Given ( দেওয়া আছে ) :

কোন সময় হিম পড়ে?

ভােরবেলায় ঘাসের আগায় কী?

মাঠ কিসে ঢাকা পড়ে যায়?

বিকেল কীভাবে নামে?

To find ( নির্ণয় করতে হবে ) :

প্রশ্ন গুলির উত্তর

Step 1 of 2 :

প্রশ্ন গুলি লেখো

প্রশ্ন গুলি হল

কোন সময় হিম পড়ে?

ভােরবেলায় ঘাসের আগায় কী জমে ?

মাঠ কিসে ঢাকা পড়ে যায়?

বিকেল কীভাবে নামে?

Step 2 of 2 :

উত্তর লেখো

প্রশ্ন : কোন সময় হিম পড়ে?

উত্তর : শীতকালে হিম পড়ে ।

প্রশ্ন : ভােরবেলায় ঘাসের আগায় কী জমে ?

উত্তর : ভােরবেলায় ঘাসের আগায় শিশির জমে ।

প্রশ্ন : মাঠ কিসে ঢাকা পড়ে যায়?

উত্তর : মাঠ কুয়াশায় ঢাকা পড়ে যায় ।

প্রশ্ন : বিকেল কীভাবে নামে?

উত্তর : ঝপ করে বিকেল নামে ।

━━━━━━━━━━━━━━━━

Brainly থেকে আরো জানুন :-

1. ‘পাখি’ শব্দটি একটি (A) তৎসম শব্দ (B) তদ্ভব শব্দ (C) দেশি শব্দ (D) বিদেশি শব্দ।

https://brainly.in/question/47756397

2. ‘দর্শন শব্দটির ব্যুৎপত্তি হলাে— (ক) দৃশ + অনট প্রত্যয় (খ) দশ + অন প্রত্যয় (গ) দৃশ + সন প্রত্যয় (ঘ) দৃশ - শন প্রত্যয়

https://brainly.in/question/44975061

Similar questions