১.১ তপনের লেখা যে গল্পটি ‘সন্ধ্যাতারা’ পত্রিকায় ছাপা হয়েছিল— ক) রাজা ও রানি খ) অ্যাকসিডেন্ট গ) প্রথম দিন ঘ) স্কুলে ভরতি হওয়ার দিনের অভিজ্ঞতা
Answers
Answered by
28
Answer:
প্রশ্ন :-
১.১ তপনের লেখা যে গল্পটি 'সন্ধ্যাতারা' পত্রিকায় ছাপা হয়েছিল -
- ক) রাজা ও রানি
- খ)আ্যকসিডেন্ট
- গ) প্রথম দিন
- ঘ) স্কুলে ভরতি হওয়ার দিনের অভিজ্ঞতা
উত্তর :-
● সঠিক উত্তর (গ)
● প্রথম দিন ।
Answered by
2
তপনের লেখা যে গল্পটি ‘সন্ধ্যাতারা’ পত্রিকায় ছাপা হয়েছিল সেটি হল 'প্রথম দিন'।
প্রশ্নের উদ্ধৃতি :
- উক্ত প্রশ্নটি বিখ্যাত লেখিকা আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু নামক গল্প থেকে সংগ্রহ করা হয়েছে।
গল্পের নিরিখে উত্তরের তাৎপর্য :
- গল্পে তপন নামক একটি ছেলের কথা বলা হয়েছে। এই তপনের জেগেছিল লেখক হওয়ার শখ। তাই তপন নিজের বিদ্যালয় জীবনের প্রথম দিনের অভিজ্ঞতাকে কেন্দ্র করে একটি গল্প লিখে ফেলেছিল এবং বিষয়বস্তুর সাথে সঙ্গতি রেখে গল্পের নামকরণ করেছিল "প্রথম দিন"।
- অবশ্য প্রশ্নে যে সন্ধ্যাতারা পত্রিকায় গল্পটি ছেপে বেরোনোর কথা হয়েছে তা সম্পূর্ণ কৃতিত্বই ছিল তপনের লেখক মেসোমশাইয়ের।
অতএব, আমরা উপরোক্ত সমস্ত আলোচনা থেকে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে তপনের লেখা গল্পটির নাম ছিল প্রথম দিন।
Similar questions