দেওয়ানির,দ্বৈতশাসন ও ছিয়াত্তরের মন্বন্তর কীভাবে একে অপরের সাথে সম্পর্কযুক্ত ছিল?
Answers
দেওয়ানির,দ্বৈতশাসন ও ছিয়াত্তরের মন্বন্তর কীভাবে একে অপরের সাথে সম্পর্কযুক্ত ছিল?
দেওয়ানী অধিকার দ্বৈত শাসন ব্যবস্থা ও ছিয়াত্তরের মন্বন্তর কী পরস্পর সম্পর্ক যুক্ত ছিল ... মীর জাফরের মৃত্যুর পর লর্ড ক্লাইভ ১৭৬৫ সালে মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে। নবাবের হাতে ছিল ক্ষমতাহীন শাসনব্যবস্থা। এই সময় নবাব ইংরেজদের বৃত্তিভোগী কর্মচারী তে পরিণত হন।
Hope it will help you...
আমাদের সাথে জুড়ে থাকতে এবং আপনাদের প্রশ্নের উত্তর পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপ এ জয়েন করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।নিচে টেলিগ্রাম গ্রুপের লিংক এবং হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে।
History Model Activity Part 1 Class 8 |দেওয়ানী অধিকার ,দ্বৈত শাসন ব্যবস্থা ও ছিয়াত্তরের মন্বন্তর কিভাবে একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল ?
দেওয়ানী অধিকার,দ্বৈত শাসন ব্যবস্থা ও ছিয়াত্তরের মন্বন্তর কিভাবে একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল ?
বক্সারের যুদ্ধের পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে এলাহাবাদের দ্বিতীয় স্বাক্ষর করে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট কে কারা ও এলাহাবাদ অঞ্চল এবং বার্ষিক 26 লাখ টাকা প্রদানের অঙ্গীকার করে দ্বিতীয় শাহ আলম ইন্ডিয়া কোম্পানিকে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানী অধিকার প্রদান করেন। বাংলা তথা ভারতের প্রশাসনিক ব্যবস্থা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বৈধতা প্রতিষ্ঠিত হয় এর ফলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে উন্নত হয় এছাড়াও দ্বৈত শাসনের সূচনা হয় ।কোম্পানির দেওয়ানি লাভের ফলে 1765 খ্রিস্টাব্দে বাংলার দ্বৈত শাসন ব্যবস্থার সূচনা হয়েছিল। এই ব্যবস্থায় নবাবের হাতে ছিল নিজামত বা রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব।আর কোম্পানির হতে ছিল দেওয়ানী বা রাজস্ব আদায় সংক্রান্ত অধিকার।বাস্তবে নবাবের ছিল ক্ষমতাহীন দায়িত্ব,অপরপক্ষে কোম্পানির হাতে ছিল দায়িত্বহীন ক্ষমতা।বাংলায় কোম্পানির আর্থিক শ্বসন চরম আকার ধারণ করেছিল রাজস্ব আদায় হয়েছিল । 1764-1765 খ্রিস্টাব্দে রাজস্ব আদায় হয়েছিল 1 কোটি 13 লক্ষ টাকা এবং 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের পর কোম্পানি আদায় করেছিল দুই লক্ষ টাকা সৃষ্টি হয়েছিল শেষ পর্যন্ত বাংলার গভর্নর ওয়ারেন হেস্টিংস খ্রিস্টাব্দে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটিয়েছিলেন।
এই ভাবেই দেওয়ানী অধিকার,দ্বৈত শাসন ব্যবস্থা ও ছিয়াত্তরের মন্বন্তর একে অপরের সাথে সম্পর্কযুক্ত ছিল।
ɪ ᴅᴏɴ'ᴛ ᴋɴᴏᴡ,ᴍʏ ᴀɴsᴡᴇʀ ɪs ᴡʀɪᴛᴇ ᴏʀ ᴡʀᴏɴɢ ʙᴜᴛ ᴜᴘᴘᴇʀ ᴀɴsᴡᴇʀ ɪs ᴅᴇғɪɴɪᴛᴇʟʏ ᴄᴏʀʀᴇᴄᴛ.
ᴘʟᴇᴀsᴇ ᴍᴀʀᴋ ʙʀᴀɪɴʟɪsᴛ ᴛᴏ ᴜᴘᴘᴇʀ ᴀɴsᴡᴇʀ
☺️☺️☺️☺️☺️☺️☺️❤️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️