Geography, asked by mmonotosh571gmailcom, 2 months ago

টোকিও ইয়াকোহামা শিল্পাঞ্চলের অন্যতম প্রধান কারণ হলো​

Answers

Answered by aparnasardar9735
0

Answer:

টোকিও ইয়াকোহামা শিল্পাঞ্চলের অন্যতম প্রধান কারণ :-

ইয়াকোহামা জাপানের কেইহিন শিল্পাঞ্চলে অবস্থিত একটি শিল্পনগরী । এখানে উৎকৃষ্টমানের পোতাশ্রয় সুবিধা আছে । লোহা ও ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কয়লা অস্ট্রেলিয়া থেকে আমদানি করা হয়। তাছাড়া এই শিল্পাঞ্চল গুলি সমুদ্রবন্দরের নিকটবর্তী হওয়ায় , আমদানি ও রপ্তানিতে পরিবহন ব্যয় খুব কম । এছাড়াও বর্জ্য লোহার ব্যবহার ক্রমবর্ধমান এখানে । উন্নত প্রযুক্তিতে শিল্পাঞ্চল গড়ে ওঠার ক্ষেত্রেও টোকিও তথা সমগ্ৰ জাপান সমৃদ্ধ । টোকিও ইয়াকোহামা শিল্পাঞ্চল বা কোয়ান্টো শিল্পাঞ্চল জাপানের মোট লৌহ ইস্পাত উৎপাদনে প্রায় ১৫ % উৎপাদিত হয় টোকিও উপসাগরের তীরবর্তী কোয়ান্টো সমভূমি অঞ্চলের টোকিও ইয়াকোহামা শিল্পাঞ্চলে । এখানের প্রধান প্রধান লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রগুলো হলো কাওয়াসাকি , টোকিও ইয়াকোহামা , চিবা ইত্যাদি ।

Explanation:

Hope you will benefit

Answered by jdas7968
0

Answer:

উন্নত প্রযুক্তি ও দক্ষ শ্রম

Similar questions