২.৩ কোন ধরনের মাটিতে কাদা আর বালি প্রায় সমান পরিমাণ থাকে
Answers
Answered by
14
Explanation:
দোঁয়াশ মাটিতে কাদা ও বালি প্রায় সমান থাকে।
Answered by
0
দোঁয়াশ মাটিতে কাদা আর বালি পরিমাণ প্রায় সমান থাকে।
উক্ত প্রশ্নটির উত্তর টি কে সঠিক ভাবে বোঝার জন্য আমাদের মাটি এবং তার বিভিন্ন উপকরণের সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে হবে।
মাটি ও তার উপাদান :
- বিভিন্নরকমের মাটি প্রধানত বিভিন্ন অনুপাতে মিশ্রিত বালি,পলি,নুড়ি,কাদা দ্বারা গঠিত হয়।
- এইরকমভাবেই যখন কোন প্রকার মাটিতে বালি ও কাদা সমান পরিমাণে মিশ্রিত থাকে তখন সেই মাটিকে সাধারণভাবে দোঁয়াশ মাটি বলা হয়।
সুতরাং, আমরা জানতে পারলাম যে দোঁয়াশ মাটিতে বালি ও কাদার পরিমাণ সমান থাকে।
Similar questions