CBSE BOARD X, asked by premd8584, 1 month ago

৩.১ পলল ব্যজনী কেন পর্বতের পাদদেশে সৃষ্টি হয়?​

Answers

Answered by Bluefire1604
0

Answer:

can you translate in english

Answered by Anonymous
1

পলোল ব্যজনী পর্বতের পাদদেশে সৃষ্টি হয় কার -

  • পলল ব্যজনী প্রধানত সৃষ্টি হয় নদীর সঞ্চয় কার্যের ফলে।
  • নদী পার্বত্য অঞ্চলে ক্ষয় কাজ করে যখন সমভূমি অঞ্চলে প্রবেশ করে তখন ভূমির ঢাল কমে যাওয়ার দরুন নদীবাহিত নুড়ি,বালি,পলি, কাঁকড় ইত্যাদি পর্বতের পাদদেশে জমা হয়ে যায়। এর ফলে শঙ্কু আকৃতির ভূমিরূপ 'পলল শঙ্কু' গঠিত হয়।
  • পরবর্তীকালে এই পলল শঙ্কুর ওপর দিয়ে নদী প্রবাহিত হলে, পলল শঙ্কু অর্ধগোলাকার বিভক্ত হয়ে গিয়ে হাত-পাখার আকার ধারণ করে এবং পলল ব্যজনীতে পরিণত হয়।
  • যেহেতু, পলল ব্যজনী সৃষ্টির জন্য প্রাথমিক সঞ্চয়কার্য পর্বতের পাদদেশে হয়ে থাকে,তাই পলল ব্যজনীও শেষ অবধি পর্বতের পাদদেশে গঠিত হয়।
Similar questions