Physics, asked by mondalkabita357, 1 month ago

কাচের স্ল্যাবে আলাে আপতিত হলেও নির্গমনের সময় তা বণলীতে বিভক্ত হয় না কেন?

Answers

Answered by DEBOBROTABHATTACHARY
5

চিত্রে বর্ণিত ABCD হল একটি আয়তকার কাঁচের স্ল্যাব এবং PQRS হল আলোকরশ্মির গতিপথ। এই আয়তকার কাঁচের স্ল্যাবের একপাশে কোনো রশ্মি আপতিত হয়ে স্ল্যাবের মধ্য দিয়ে গিয়ে যখন অপর পৃষ্ঠ থেকে নির্গত হবে, তখন আপতিত রশ্মি ও নির্গত রশ্মি পরস্পরের সমান্তরাল হয়।

তাই কৌণিক চ্যুতি শূন্য হয়, এবং আলোকরশ্মির পার্শ্ব সরণ হয়।

আলোকরশ্মির প্রতিসরনে আপতন কোন ও নির্গত কোন সবসময় সমান।

যেহেতু নির্গত রশ্মির কৌণিক চ্যুতি হয় না, তাই কাঁচের স্ল্যাবে আলো আপতিত হলে, বর্ণালিতে বিভক্ত হয়ে না।

Attachments:
Similar questions