Geography, asked by piuhaldar15, 7 days ago

সৌর ঝড় কি

সৌর ঝড় কি​

Answers

Answered by DEBOBROTABHATTACHARY
0

সূর্যের অভ্যান্তরে বিষ্ফোরনের ফলে সূর্যের উপরিভাগে বিপুল পরিমান অগ্নি উদগিরন এর ফলে প্রবল বেগে যে সব গামা রশ্মি রন্জন রশ্মি প্রোটন ইলেক্ট্রন ক্ষতিকর রশ্মির যে ঝড় সৌরজগতে ছড়িয়ে পড়ে তাকে সৌর ঝড় বলে।

সৌর ঝড়ের কারণে একটি নক্ষত্র থেকে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো বিস্ফোরণের মাধ্যমে এর ভেতরের গলিত উত্তপ্ত পদার্থগুলো নিঃসরিত হয়। সৌরজগতের এ ঘটনাটি ঠিক তখনোই ঘটে যখন সূর্যের বাঁকানো চৌম্বক ক্ষেত্রগুলো একটি আরেকটিকে অতিক্রম করে ও পুনরায় যুক্ত হয়। এর ফলে যে বিস্ফোরণ ঘটে তার শক্তিমত্তা প্রায় কয়েক লকক্ষ হাইড্রোজেন বোমার সমান। এ বিস্ফোরণের ফলে সৃষ্ট এক্স-রে ছড়িয়ে পড়ে মহাবিশ্বের সর্বত্র। আর সৃষ্ট এ তেজস্ক্রিয় ঝড়ের ফলে পৃথিবীতে মাঝে মাঝে বেতার সংকেত মারাত্মকভাবে বিঘ্নিত হয়।

Similar questions