মেরু অঞ্চল ও নিরক্ষীয় অঞ্চলে বায়ুর উষ্ণতার তারতম্য কীভাবে দুই অঞ্চলের বায়িচাপকে নিয়ন্ত্রণ করে তা ব্যাখ্যা করো।
Answers
Answered by
10
বায়ুর উষ্ণতার পরিবর্তন হলে বায়ুর আয়তন ঘনত্বের পরিবর্তন হয়| যেমন বায়ু উত্তপ্ত হলে বায়ুর অনুগুলির গতিবেগ বৃদ্ধি পায় এবং পরস্পরের থেকে দূরে সরে যেতে থাকে |এইভাবে উষ্ণ বায়ু হালকা হয়ে প্রসারিত হয় এবং উপরে উঠে যায়। বায়ুর ঘনত্ব কমে যায় । অর্থাৎ নির্দিষ্ট আয়তনের বায়ুতে অনু সংখ্যাও কমে যায় এবং বায়ুরচাপ ও কমে যায় । বায়ু শীতল হলে সংকুচিত হয় এবং বায়ুর ঘনত্ব বেড়ে যায় তাই বায়ুর চাপ বেড়ে যায় । এই কারণেই শীতল মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম হয় |
Similar questions