Geography, asked by tsamanta323, 29 days ago

, বর্তমানে অচিরাচরিত শক্তি অধিক প্রসার লাভ করছে কেন?​

Answers

Answered by sarojamarnath119
1

Answer:

hope it's helpful for you

Attachments:
Answered by Anonymous
1

বর্তমানে অচিরাচরিত শক্তি অধিক প্রসার লাভ করেছে কারণ -

  • চিরাচরিত শক্তিগুলির যে সমস্ত উৎস আমরা বর্তমান সময় ব্যবহার করছি, তা অদূর ভবিষ্যতে নিঃশেষিত হয়ে যাবে। কিন্তু অন্যদিকে, অচিরাচরিত শক্তিগুলির উৎসগুলি অফুরন্ত শক্তির জোগান দিতে সক্ষম।সেইজন্য, ভবিষ্যতের বিকল্প হিসেবে এই অচিরাচরিত শক্তি খুবই প্রসার লাভ করছে।
  • চিরাচরিত শক্তিগুলির মাধ্যমে ব্যাপক হারে বিশ্ব উষ্ণায়ন ও পরিবেশ দূষণ হচ্ছে, যা অত্যন্ত চিন্তার বিষয়। অন্যদিকে অচিরাচরিত শক্তিগুলি পরিবেশবান্ধব এবং পরিবেশ দূষণ কোনোভাবেই ঘটায় না। তাই এই পরিবেশবান্ধব হওয়ার দরুণ অচিরাচরিত শক্তিগুলি অচিরেই প্রসার লাভ করেছে।
  • এইসমস্ত কারণে অচিরাচরিত শক্তি বর্তমানে অধিক প্রসার লাভ করছে।
  • অচিরাচরিত শক্তির কিছু উদাহরণ - জোয়ার-ভাটা শক্তি, সৌরশক্তি, বায়ু শক্তি ইত্যাদি।
Similar questions