(খ) মৌলিক উৎপাদকের সাহায্যে ল.সা.গু নির্ণয় করাে : ৪৫,৭৫
Answers
Answered by
17
প্রদত্ত,
সংখ্যা দুটি হল = ৪৫,৭৫
নির্ণেয়,
মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয়।
সমাধান,
প্রদত্ত গাণিতিক সমস্যাটি আমরা নিম্নলিখিত উপায়ে সহজেই সমাধান করতে পারি।
সংখ্যা দুটিকে উৎপাদকে বিশ্লেষণ করে পাই :
৫ | ৪৫
___
৩ | ৯
____
৩ | ৩
____
১
এবং,
৫ | ৭৫
___
৩ | ১৫
____
৫ | ৫
_____
১
সুতরাং, উপরিক্ত উৎপাদকে বিশ্লেষণের থেকে পাই,
৪৫ = ৫ x ৩ x ৩
৭৫ = ৫ x ৩ x ৫
এখন, উপরিউক্ত দুইটি উৎপাদকে বিশ্লেষণের মধ্যে,
৫ আছে সর্বাধিক দুইবার, ৭৫-এর উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে এবং ৩ আছে সর্বাধিক দুইবার, ৪৫-এর উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে।
সুতরাং, লসাগু নির্ণয়ের ক্ষেত্রে যে গুণ করতে হবে আমাদের তাতে দুইটি ৫ এবং দুইটি ৩ থাকবে।
লসাগু = ৫ x ৫ x ৩ x ৩
= ২২৫
অতএব, লসাগু হল ২২৫।
Similar questions