India Languages, asked by manidipasinha, 1 month ago

এরা বাসা তৈরি করবার জন্য উপযুক্ত স্থান খুঁজতে বের হয়। - উপযুক্ত স্থান খুঁজে নেওয়ার কৌশলটি ‘কুমােরে-পােকার বাসাবাড়ি’ রচনাংশ অনুসরণে লেখাে। Plz reply me fast , it's urgent Plz
it's from class 6
book name - সাহিত্য চর্চা /Sahitoo charcha
Chapter name -Kumore pokar basha bari
কুমোরে পোকার বাসা বাড়ি
if you understand bengali then please answer me it's so urgent give me the correct ans , and I will mark you as a brainlist ,
and please give the ans in bengali ​

Answers

Answered by samuguffusindha
21

Answer:

(ক) অশ্বত্থ গাছের নীচে

(খ) মাঠে

(গ) গােলাঘরে

(ঘ) নৌকোর খােলে

১.২) ‘তাকে আসতে বলবে কাল।'— আসতে বলা হয়েছে

(ক) শংকর সেনাপতিকে

(খ) অভিমন্যু সেনাপতিকে

(গ) বিভীষণ দাশকে

(ঘ) পঞানন অপেরার মালিককে

১.৩) ‘আকাশে নয়ন তুলে’ দাঁড়িয়ে রয়েছে

(ক) বুনাে পাহাড়

(খ) মরুভূমি

(গ) প্রভাত সূর্য

(ঘ) পাইন গাছ

১.৪) ‘যেতে পারি কিন্তু কেন যাব’ কাব্যগ্রন্থটির রচয়িতা

(ক) নীরেন্দ্রনাথ চক্রবর্তী

(খ) অরুণ মিত্র

(গ) শক্তি চট্টোপাধ্যায়

(ঘ) অমিয় চক্রবর্তী

১.৫) পূর্ববঙ্গের মাহুতের ভাষায় ‘মাইল’ শব্দের অর্থ

(ক) পিছনে যাও

(খ) সাবধান

(গ) বস

(ঘ) কাত হও

উত্তরঃ ১.১) (ঘ) নৌকোর খােলে ১.২) (খ) অভিমন্যু সেনাপতিকে ১.৩) (ঘ) পাইন গাছ ১.৪) (গ) শক্তি চট্টোপাধ্যায় ১.৫) (খ) সাবধান

১. খুব সংক্ষেপে নীচের প্রশ্নগুলির উত্তর দাও:

২.১) ‘ও তাে পথিকজনের ছাতা’ – পথিকজনের ছাতা কোনটি?

উত্তরঃ পথিক জনের ছাতা হলো ভরদুপুরে কবিতার অশত্থ গাছ।

২.২) ‘এখানে বাতাসের ভিতর সবসময় ভিজে জলের ঝাপটা থাকে।’– কেন এমনটি হয়?

উত্তরঃ বাতাসের ভিতর সবসময় ভিজে জলের ঝাপটা থাকে এর কারণ পাঁচ সাত মাইলের মধ্যে বঙ্গোপসাগরের অবস্থান।

২.৩) ‘মন-ভালাে-করা’ কবিতায় কবি রােদ্দুরকে কীসের সঙ্গে তুলনা করেছেন?

উত্তরঃ ‘মন-ভালাে-করা’ কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় রােদ্দুরকে মাছরাঙা পাখির সঙ্গে তুলনা করেছেন।

২.৪) ‘আমি কথা দিয়ে এসেছি’ কথক কোন্ কথা দিয়ে এসেছেন?

উত্তরঃ ঘাসফড়িং কবিতায় কবি আবারও ভিজে ঘাসে ফিরে যাওয়ার কথা দিয়ে এসেছেন।

মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ ক্লাস ৬ স্বাস্থ্য ও শারীরশিক্ষা (Model Activity Task 2021 Class 6)

মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 ক্লাস 6 (Class 6 Geography Model Activity Task 2021)

৩. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখাে:

৩.১) ‘দাঁড়ায়ে রয়েছে পামগাছ মরুতটে।’- কে এমন স্বপ্ন দেখে? কেন সে এমন স্বপ্ন দেখে?

উত্তরঃ পাহাড়ের উপর দাঁরিয়ে থাকা পাইন গাছ এমন স্বপ্ন দেখে ।

*শীতের দেশে পাইন গাছের ভালাে লাগে না। এখানকার বরফের অতিরিক্ত ঠান্ডা তার কষ্টের কারণ। তার ভালাে লাগে দূরের কিছুকে। সে চায় উত্তাপ। সেই কারণে সে মরুভূমির পাম গাছ হতে চায়।

৩.২) ‘... তাই তারা স্বভাবতই নীরব।’– কাদের কথা বলা হয়েছে? তারা নীরব কেন?

উত্তরঃ সুবিনয় রায়চৌধুরীর ‘পশুপাখির ভাষা' রচনায় বন্য প্রানীদের সম্বন্ধে এই কথা বলা হয়েছে।

*বন্য প্রাণীদের সর্বদা আত্মরক্ষা ও আক্রমনের জন্য তৈরী থাকতে হয় । তাই তারা নীরব থাকে ।

৩.৩) ‘এরা বাসা তৈরি করবার জন্য উপযুক্ত স্থান খুঁজতে বের হয়।’- উপযুক্ত স্থান খুঁজে নেওয়ার কৌশলটি ‘কুমােরে-পােকার বাসাবাড়ি’ রচনাংশ অনুসরণে লেখাে।

উত্তরঃ ডিম পড়ার সময় হলেই কুমােরে পােকা বাসা তৈরীর জন্য উপযুক্ত জায়গা খুজতে বের হয়। দু-চারদিন ঘুরে মনের মতাে জায়গা পেলেই তার আশেপাশে বার বার ঘুরে বিশেষ ভাবে পরীক্ষা করে নেয়। কখনাে আবার খানিক দূরে গিয়ে আবার ফিরে আসে। আবশেষে দু-একদিন সময় নিয়ে কাছাকাছি স্থানে কাদামাটির সন্ধান করে।

৪. নির্দেশ অনুসারে উত্তর দাও :

৪.১) বিসর্গসন্ধিতে বিসর্গ রূপান্তরিত হয়ে ‘র্’ হচ্ছে এমন দুটি উদাহরণ দাও।

উত্তরঃ (i) নিঃ + আকার = নিরাকার , (ii) প্রাতঃ + আশ = প্রাতরাশ

৪.২) বিসর্গসন্ধিতে বিসর্গ লুপ্ত হয়ে আগের স্বরধ্বনিকে দীর্ঘ করছে । এমন দু'টি উদাহরণ দাও।

উত্তরঃ (i) নিঃ + রস = নীরস

(ii) নিঃ + রব = নীরব

৪.৩) উদাহরণ দাও - জোড়বাঁধা সাধিত শব্দ, শব্দখণ্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ।

উত্তরঃ (i) জোরবাঁধা সাধিত শব্দ =পিতামাতা , দশানন

(ii) শব্দ খন্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ- দয়া + ময় = দয়াময়, প্রিয় + তম = প্রিয়তম

৪.৪) সংখ্যাবাচক ও পূরণবাচক শব্দের পার্থক্য কোথায়?

উত্তরঃ সংখ্যাবাচক শব্দ মূলত বিশেষ্য পদের সংখ্যা বােঝায়।যেমন- আমার কাছে পাঁচ টাকা আছে ।

অপর দিকে পূরণবাচক শব্দ কোনাে বিশেষ্যের সংখ্যাগত ক্রমিক অবস্থান প্রকাশ করে। যেমন - আমি পঞ্চম শ্রেণিতে পাড়ি ।

Tags:

class 6

এই পোস্টগুলি আপনার ভাল লাগতে পারে

মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 ক্লাস 6 (Class 6 Geography Model Activity Task 2021)

মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 ক্লাস 6 (Class 6 Geography Model Activity Task 2021)

July 15, 2021

মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 ক্লাস 6 ইতিহাস (Model Activity Task 2021 Class 6 History)

মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 ক্লাস 6 ইতিহাস (Model Activity Task 2021 Class 6 History)

July 14, 2021

মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ ক্লাস ৬ স্বাস্থ্য ও শারীরশিক্ষা (Model Activity Task 2021 Class 6)

মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ ক্লাস ৬ স্বাস্থ্য ও শারীরশিক্ষা (Model Activity Task 2021 Class 6)

July 11, 2021

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

UNKNOWN

১৪ জুলাই, ২০২১ ৭:০৭ AM

খুব ভালো ।ভীষণ খুশী।উত্তরমুছুন

উত্তরগুলি

উত্তর

মন্তব্য যুক্ত করুন

Similar questions