Geography, asked by DhritiSardar8017, 1 month ago

১.১) অবরোহন প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হল--- ক)প্লাবন ভূমি, খ) এস্কার, গ)গিরিখাত, ঘ) স্বাভাবিক বাঁধ​

Answers

Answered by pulakmath007
8

সমাধান

সঠিক বিকল্প নির্বাচন করতে হবে

অবরোহন প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হল

ক) প্লাবন ভূমি

খ) এস্কার

গ) গিরিখাত

ঘ) স্বাভাবিক বাঁধ

উত্তর

আমরা জানি কঠিন শিলায় গঠিত পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত নদী অত্যন্ত সরু ও গভীর উপত্যকা সৃষ্টি করে । এই রূপ উপত্যকা ইংরেজী I অক্ষরের মতো হয় । এই রূপ উপত্যকাকে গিরিখাত বলে

এই গিরিখাত অবরোহন প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ

সর্বশেষ উত্তর

সঠিক বিকল্পটি হল - গ) গিরিখাত

━━━━━━━━━━━━━━━━

Brainly থেকে আরো জানুন :-

1. আমার কাছে 50 টাকা আছে। 50 টাকার 12%, আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম। আমি কত টাকার পেন কিনলাম হিসাব করি।

https://brainly.in/question/21418479

2. শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনাে টাকার 10 বছরের সুদ সুদ-আসলের হবে তা নির্ণয় করি।

https://brainly.in/question/24784406

Similar questions