৩) কোনো একটি নিরপেক্ষ সামগ্রীর সম্পদ হয়ে ওঠার শর্তগুলি উল্লেখ করাে।
Answers
Explanation:
please write your question in hindi
Explanation:
সম্পদ কোনো নিরপেক্ষ সামগ্রী, বস্তু বা পদার্থ নয় বস্তুত পদার্থের কার্যকারিতা হলো সম্পদ। জিমারম্যান (1951) বলেছেন, সম্পদ হলো বস্তুর গতিশীল কর্মপ্রবণতা যা মানুষের চাহিদা মেটায় ও অভাব মোচন করে। যেমন - আগে খনিজ তেল সম্পদ ছিল না। কিন্তু বর্তমানে বহুল ব্যবহারের কারণে এটি একটি গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হয়েছে।
কোনো নিরপেক্ষ সামগ্রী বা বস্তু তখনই সম্পদ হিসেবে বিবেচিত হবে যখন সেটি নিম্নলিখিত শর্ত গুলি পূরণ করবে।
(1) নিরপেক্ষ সামগ্রী টির কার্যকারিতা থাকবে।
(2) নিরপেক্ষ সামগ্রী টির উপযোগিতা বা অভাব মোচন এর ক্ষমতা থাকবে।
(3) সামগ্রী বা বস্তুটি সর্বত্র গ্রহণযোগ্য হবে।
(4) বস্তুটির সর্বজনীন চাহিদা থাকবে।
(5) বস্তুটিকে ব্যবহার বা প্রয়োগ করা যাবে।
(6) কতকগুলি সম্পদ ছাড়া অধিকাংশ সম্পদ ব্যবহারের সীমাবদ্ধতা থাকবে।
(7) সময় ও স্থানভেদে সম্পদের সংকোচন প্রসারণ ঘটবে।
Hope its help you,Thanks.
Please mark as a brainlist answer.