Geography, asked by sweetymazumdar5, 1 month ago

১] উৎসবের প্রয়োজনীয়তা কী ??​

Answers

Answered by aparnasardar9735
1

উৎসব :— সভ্যতা ও সংস্কৃতির ঐতিহ্য প্রকাশ করার জন্য আমরা যে আনন্দ অনুষ্ঠান করে থাকি তা হল উৎসব । উৎসব মানে রোজকার রুটিন থেকে অব্যাহতি । উৎসব মানেই পরিবার আত্মীয় পরিজনের সঙ্গে সময় কাটানো ও সুখ দুঃখ নির্বিশেষে একসাথে থাকা ।

উৎসবের প্রয়োজনীয়তা :—

১. উৎসব মনে এক অনাবিল আনন্দ নিয়ে আসে ।

২. উৎসবের দিনগুলোতে অনেক মানুষের ব্যাবসা বাণিজ্য ভালো চলে ।

৩. আত্মীয় স্বজনদের সঙ্গে থাকা যায় ।

৪. রোজকার কর্মজীবন থেকে বিরতি নেওয়া হয়ে থাকে।

৫. নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হয় ।

৬. কর্মরত বাবামায়েরা সন্তানের সঙ্গে সময় কাটাতে পারেন ।

৭. বাচ্চারা রোজকার রুটিন থেকে ছাড় পেয়ে থাকে এইসময় । তাতে তাদের মানসিক সুস্থতাও বজায় থাকে ।

৮. উৎসব মানেই ক্লান্তি অবসাদের অবসান ।

Hope you will benefit

Similar questions