মিলার ও উরের পরীক্ষায় উপজাতপদার্থ রূপে কি পাওয়া গিয়েছিল
Answers
Answer:
মিলার-উরের পরীক্ষা[১] বা মিলারের পরীক্ষা[২] হলো আমেরিকান ভৌত রসায়নবিদ হ্যারল্ড ক্লেটন উরের তত্ত্বাবধানে রসায়নবিদ স্ট্যানলী মিলার কর্তৃক সম্পাদিত ও একটি রাসায়নিক পরীক্ষা। এই পরীক্ষাটি ১৯৫২ সালে, শিকাগো বিশ্ববিদ্যালয়ে সম্পাদিত হয় ও ১৯৫৩ সালে প্রকাশিত হয়। এই পরীক্ষায় ল্যাবরেটরিতে নতুন সৃষ্ট পৃথিবীর পরিবেশের অনুকরণে দেখা যায় যে এই পরিবেশে বিভিন্ন অ্যামিনো অ্যাসিড (প্রোটিনের মনোমার) নিজ থেকেই তৈরী হতে পারে।[৩][৪][৫] পরীক্ষার ফলাফলটি সে সময় ওপারিন-হ্যাল্ডেনের মতবাদকে সমর্থন করে। যদিও আরো সাম্প্রতিক কিছু প্রমাণ অনুযায়ী, নতুন সৃষ্ট পৃথিবীর পরিবেশের গঠন মিলারের পরীক্ষার গ্যাসের গঠনের চেয়ে ভিন্ন ছিলো তবুও, নতুন গঠন ব্যবহার কেরে সম্পাদিত সাম্প্রতিক পরীক্ষায়ও এমন ফলাফল পাওয়া যায় (বরং আরো বৈচিত্র্যময় অণু গঠিত হয়)।[৬][৭]
Answer:
Sorry i don't know hindi but I have a lot questions for you to read and write to you