Math, asked by dinda72, 17 days ago

২.৭ ‘ছাদটা ছিল আমার কোতাবে- পড়া মরুভূমি..'- ‘ছেলেবেলা’ রচনাংশে ছাদের প্রসঙ্গটি লেখক কীভাবে স্মরণ করেছেন? নির্দেশ অনুসারে নীচের প্রশ্নগুলির উত্তর দাও : ৩.১ সন্ধি করাে : ৩.১.১ মিশি + কালাে ৩.১.৪ সৎ + গ্রন্থ ৩.১.২ এত + দিন ৩.১.৫ দিক্ + নির্ণয় ৩.১.৩ বড়াে + ঠাকুর​

Answers

Answered by Swarup1998
0

২.৭ গল্পের কথক তাঁর বইয়ে কোথাও মরুভূমির কথা পড়েছিলেন। মরুভূমিতে থাকে বিস্তীর্ণ নির্জনতা আর গরম বালির উষ্ণতা। কথক যথন তাঁদের বাড়ির ছাদে হাজির হতেন, বাতাসে উড়তে থাকা ধুলো আর আকাশের নীল রঙ তাঁকে তাঁর কেতাবে পড়া মরুভূমির কথা মনে করিয়ে দিত।

এখানে বলে রাখা ভালো যে, ‘ছেলেবেলা’ গদ্যাংশটি তাঁর ‘ছেলেবেলা’ বই থেকেই নেওয়া হয়েছে। (এখানে 'কথক' কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর)

৩.১ সন্ধি করো :

  • ৩.১.১ মিশি + কালো = মিশকালো
  • ৩.১.২ এত + দিন = এদ্দিন
  • ৩.১.৩ বড়ো + ঠাকুর = বট্ ঠাকুর
  • ৩ ১.৪ সৎ + গ্রন্থ = সদ্ গ্রন্থ
  • ৩.১.৫ দিক্ + নির্ণয় = দিঙ্ নির্ণয়
Similar questions