CBSE BOARD XII, asked by bhabakdebsharma73313, 3 months ago

বিস্ময়ের কথাটি কীভাবে টমাশবকে প্রভাবিত করছে তা বিস্তারিত ভাবে আলোচনা কর​

Answers

Answered by tanya3534
0

Answer:

. ‘কৌশিক-ধ্বজ’ শব্দের অর্থ-

[A] সাদা পতাকা [B] হলুদ পতাকা [C] সবুজ পতাকা [D] রেশমি পতাকা

উত্তরঃ [D] রেশমি পতাকা

2. “দেখ অস্তাচলগামী দিননাথ এবে”—“দিননাথ’ হলেন-

[A] ইন্দ্রদেব [B] বরুণদেব [C] সূর্যদেব [D] চন্দ্রদেব

উত্তরঃ [A] ইন্দ্রদেব

3. “যথাবিধ লয়ে গগােদক।” গঙ্গোদক’ শব্দের অর্থ-

[A] যমুনানদীর জল [B] পদ্মানদীর জল [C] গঙ্গাজল [D] গােদাবরীর জল

উত্তরঃ [D] গােদাবরীর জল

4. “রুষিবেন দেব অগ্নি।” অগ্নিদেব রুষ্ট হবেন। যদি

[A] সেনাপতি হিসেবে তাকে বরণ করার আগেই ইন্দ্রজিৎ যুদ্ধে নেমে পড়ে [B] অসময়ে ইন্দ্রজিৎ যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে [C] রামচন্দ্রকে ভয় পেয়ে বারণ যুদ্ধে যান, আর মেঘনাদ নিশ্চেষ্ট থাকেন। [D] ইন্দ্রজিৎ নিকুম্ভিলা যজ্ঞ সম্পূর্ণ না করে যুদ্ধে যায়।

উত্তরঃ [C] রামচন্দ্রকে ভয় পেয়ে বারণ যুদ্ধে যান, আর মেঘনাদ নিশ্চেষ্ট থাকেন।

5, “হায় দেহ তার, দেখ, সিন্ধু-তীরে ভূপতিত,”—এখানে কার কথা বলা হয়েছে?

| [A] বীরবাহু [B] কপূরদল [C] তুরাঙ্গম [D] কুম্ভকর্ণ

উত্তরঃ [D] কুম্ভকর্ণ

6. “ছিড়িলা কুসুমদাম রােষে মহাবলী…”—কাকে ‘মহাবলী’ বলে সম্বােধন করা

[A] মেঘনাদকে [B] রাবণকে [C] লক্ষ্মণকে [D] অঙ্গদকে

উত্তরঃ [A] মেঘনাদকে

7. “ঘুচাব এ অপবাদ, বধি –।” [শূন্যস্থান পূরণ করাে ]

[A] বানরকুলে [B] রিপুকুলে [C] রাক্ষসকুলে [D] অসুরকুলে

উত্তরঃ [B] রিপুকুলে

8. ‘অভিষেক’ কবিতাটি মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘মেঘনাদ বধ কাব্য-র কোন্ সর্গ থেকে পাঠাংশে সংযােজিত হয়েছে?

[A] প্রথম সর্গ [B] তৃতীয় সর্গ [C] চতুর্থ সর্গ। [D] পঞ্চম সর্গ

উত্তরঃ [A] প্রথম সর্গ

9. মেঘনাদবধ কাব্যের প্রথম সর্গের নাম-

[A] প্রেতপুরী [B] অভিষেক [C] অস্ত্রলাভ [D] লক্ষ্মণবধ

উত্তরঃ [B] অভিষেক

10. ‘কিরীটী’ যাঁর নাম তিনি হলেন

[A] যুধীষ্ঠির [B] ইন্দ্রজিৎ [C] অর্জুন [D] রামচন্দ্র

উত্তরঃ [C] অর্জুন

11. ‘মাতঙ্গ’ কথার অর্থ-

[A] রাক্ষস [B] ঘােড়া [C] পতঙ্গ [D] হাতি

উত্তরঃ [D] হাতি

12. মেঘবাহন কে?

[A] ইন্দ্র [B] ইন্দ্রজিৎ [C] মেঘনাদ [D] রাবণ

উত্তরঃ [A] ইন্দ্

13. ‘অভিষেক করিলা কুমারে।”—কার অভিষেকের কথা বলা হয়েছে?

[A] রামের [B] ইন্দ্রজিতের [C] অর্জুনের [D] অঙ্গাদের

উত্তরঃ [B] ইন্দ্রজিতের

14. “আগে পূজ ইষ্টদেবে”—কোথায় ইষ্টদেবের পুজোর কথা বলা হয়েছে?

[A] দেবমন্দিরে [B] যুদ্ধক্ষেত্রে [C] নিকুম্ভিলা যজ্ঞাগারে [D] পর্বত শিখরে

উত্তরঃ [C] নিকুম্ভিলা যজ্ঞাগারে

Similar questions