" তারপর যুদ্ধ আলো" - কিসের মত যুদ্ধ আলো? তার কি পরিণতি ঘটল?
Answers
Answered by
17
প্রদত্ত প্রশ্নগুলির উত্তর হল নিম্নরূপ -
- উদ্ধৃত অংশটি পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতা থেকে নেওয়া হয়েছে।
- এই কবিতায় কবি বর্ণনা করেছেন যে যুদ্ধ একটি রক্তের আগ্নেয়পাহাড়ের মতন স্বরুপ নিয়ে এসেছিল।
- যুদ্ধের পরিণতি হিসেবে যা ঘটেছিল, তা হল - এই আগ্রাসী যুদ্ধ বহু প্রাণ কেড়ে নিয়েছিল এবং এই প্রাণঘাতী সর্বনাশা যুদ্ধের করালগ্রাস থেকে শিশুরাও রেহাই পায়নি। কবির প্রাণপ্রিয় শহরও এই যুদ্ধের কবলে ধ্বংসস্তুপে পরিণত হয়ে যায়। কবির বয়ান অনুযায়ী এই যুদ্ধের ফলে শান্ত তথা হলুদ দেবতারাও ভূপতিত হয়েছিল। সংক্ষেপে বলতে গেলে সেই যুদ্ধে চূড়ান্ত পরিণতি কেবলমাত্র 'ধ্বংসলীলা'।
Similar questions