Physics, asked by sravonbaba, 1 month ago

কাগজের মান যে একক দিয়ে মাপা হচ্ছে তার মাএা কত?

Answers

Answered by prantikchakraborty71
0

Answer:

which language you used

Answered by Anonymous
0

কাগজের মান যে একক দিয়ে মাপা হয় তার মাত্রা [ML⁻²]

  • প্রসঙ্গত, কাগজের মান অর্থাৎ কাগজের গুণগত মান যে এককের সাহায্যে মাপা হয় সেইটি হল গ্রাম/বর্গমিটার অথবা GSM (Gram per Square Metre)।
  • এখন উপরে উল্লেখিত এককটির মাত্রা আমাদের নির্ণয় করতে হবে -
  • গ্রাম = ভরের একক, এর মাত্রা = M
  • বর্গমিটার = ক্ষেত্রফলের একক, এর মাত্রা = L²
  • যেহেতু, 'প্রতি' (per) বর্গমিটার রয়েছে মূল এককে তাই বর্গমিটারের মাত্রার ক্ষেত্রে যে সূচক আছে তার মান ঋণাত্মক হবে।
  • অতএব, আমাদের নির্ণেয় মাত্রা = [ML⁻²]
Similar questions