Physics, asked by DhritiSardar8017, 1 month ago

কোন উত্তর লেন্সের ফোকাসের মধ্যে বস্তু রাখলে গঠিত প্রতিবিম্ব হবে---ক) সদ ও অব শীর্ষ, খ) অসদ ও অবশীর্ষ, গ) সদ ও সমশীর্ষ, ঘ) অসদ ও সমশীর্ষ​

Answers

Answered by ramenakash082
17

Answer:

ঘ) অসদ্ ও সমশীর্ষ

Explanation:

Here is your answer

আমাদের স্কুলে-ও এই প্রশ্নগুলো দিয়েছে।

Answered by Anonymous
0

কোন উত্তর লেন্সের ফোকাসের মধ্যে বস্তু রাখলে গঠিত প্রতিবিম্ব হবে - সদ্ ও অবশীর্ষ। (বিকল্প ক)

  • উত্তল লেন্সের ক্ষেত্রে, গঠিত প্রতিবিম্বের প্রকৃতি লেন্স সাপেক্ষে বস্তুর বিভিন্ন অবস্থানের ওপর নির্ভরশীল। একই বস্তু এবং একই উত্তল লেন্স ব্যবহার করে কেবলমাত্র লেন্সের সাপেক্ষে বস্তুর অবস্থান পরিবর্তন করে আমরা ভিন্ন প্রকৃতির প্রতিবিম্ব পেতে পারি।
  • তেমনই, যখন কোন উত্তল লেন্সের ফোকাসের মধ্যে আমরা কোন বস্তু রাখে তখন যে প্রতিবিম্ব গঠিত হয়,তার প্রকৃতি হয় সদবিম্ব ও এবং অবশীর্ষ। (অবশীর্ষ মানে বস্তুর সাপেক্ষে উল্টানো)
  • এই ক্ষেত্রে প্রতিসৃত আলোক রশ্মি পরস্পর এর সমান্তরাল হওয়ায়, লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বটির অবস্থান হয় অসীমে (at infinity)।
Similar questions