পিছনের গাড়ি দেখতে স্কুটার অথবা বাসে যে আয়না থাকে তা সমতল না করে উত্তর রাখা হয় কেন ব্যাখ্যা করো। কোন মৌলের আয়নী ভবন শক্তি বলতে কী বোঝো? 760mm Hg চাপে ও 273K উষ্ণতায় কোন একটি গ্যাসের 1.6g এর আয়তন 1.12L । গ্যাসটির মোলার ভর ও হাইড্রোজেন সাপেক্ষে বাষ্প ঘনত্ব নির্ণয় করো।
Answers
Answered by
3
Answer:
স্থিতি ও গতি আমাদের প্রতিদিনের অভিজ্ঞতার বিষয়। এ বিশ্বে কোনো বস্তু স্থির আবার কোনো বস্তু গতিশীল। প্রতিদিন আমাদের আশেপাশে নানান রকম স্থিতি ও গতি দেখতে পাই। বাড়ি-ঘর, দালান-কোঠা, রাস্তার ল্যাম্প পোস্ট, রাস্তার পাশে গাছ সব সময়ই দাঁড়িয়ে আছে – এরা স্থিতিতে আছে বা স্থির। চলমান বাস, চলন্ত গাড়ি, চলন্ত রিক্সা, চলন্ত ট্রেন এমনকি আমাদের হাঁটা-চলা হলো গতির উদাহরণ। এ অধ্যায়ে আমরা স্থিতি ও গতি নিয়ে আলোচনা করব।
এই অধ্যায় শেষে আমরা
স্থিতি ও গতির পার্থক্য করতে পারব।
সকল গতিই আপেক্ষিক তা ব্যাখ্যা করতে পারব।
বিভিন্ন প্রকার গতির বৈশিষ্ট্য বর্ণনা করতে পারব।
গতি সম্পর্কিত রাশিসমূহের গাণিতিক হিসাব করতে পারব।
Similar questions