Physics, asked by DhritiSardar8017, 1 month ago

পিছনের গাড়ি দেখতে স্কুটার অথবা বাসে যে আয়না থাকে তা সমতল না করে উত্তর রাখা হয় কেন ব্যাখ্যা করো। কোন মৌলের আয়নী ভবন শক্তি বলতে কী বোঝো? 760mm Hg চাপে ও 273K উষ্ণতায় কোন একটি গ্যাসের 1.6g এর আয়তন 1.12L । গ্যাসটির মোলার ভর ও হাইড্রোজেন সাপেক্ষে বাষ্প ঘনত্ব নির্ণয় করো।​

Answers

Answered by gourichakraborty806
3

Answer:

স্থিতি ও গতি আমাদের প্রতিদিনের অভিজ্ঞতার বিষয়। এ বিশ্বে কোনো বস্তু স্থির আবার কোনো বস্তু গতিশীল। প্রতিদিন আমাদের আশেপাশে নানান রকম স্থিতি ও গতি দেখতে পাই। বাড়ি-ঘর, দালান-কোঠা, রাস্তার ল্যাম্প পোস্ট, রাস্তার পাশে গাছ সব সময়ই দাঁড়িয়ে আছে – এরা স্থিতিতে আছে বা স্থির। চলমান বাস, চলন্ত গাড়ি, চলন্ত রিক্সা, চলন্ত ট্রেন এমনকি আমাদের হাঁটা-চলা হলো গতির উদাহরণ। এ অধ্যায়ে আমরা স্থিতি ও গতি নিয়ে আলোচনা করব।

এই অধ্যায় শেষে আমরা

স্থিতি ও গতির পার্থক্য করতে পারব।

সকল গতিই আপেক্ষিক তা ব্যাখ্যা করতে পারব।

বিভিন্ন প্রকার গতির বৈশিষ্ট্য বর্ণনা করতে পারব।

গতি সম্পর্কিত রাশিসমূহের গাণিতিক হিসাব করতে পারব।

Similar questions