৪.১ বিসর্গসন্ধিতে বিসর্গ রূপান্তরিত হয়ে ‘র’ হচ্ছে – এমন দুটি উদাহরণ দাও। ৪.২ বিসর্গসন্ধিতে বিসর্গ লুপ্ত হয়ে আগের স্বরধ্বনিকে দীর্ঘ করছে এমন দু’টি উদাহরণ দাও। ৪.৩ উদাহরণ দাও জোড়বাঁধা সাধিত শব্দ, শব্দখণ্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ। ৪.৪ সংখ্যাবাচক ও পূরণবাচক শব্দের পার্থক্য কোথায় ?
Answers
Answered by
2
৪.১ বিসর্গসন্ধিতে বিসর্গ রূপান্তরিত হয়ে ‘র্’ হচ্ছে – এমন উদাহরণ :
অন্তঃ + ইন্দ্রিয় = অন্তরিন্দ্রিয়, পুনঃ + অপি = পুনরপি,
অন্তঃ + আত্মা = অন্তরাত্মা, প্রাতঃ + আশ = প্রাতরাশ,
নিঃ + অতিশয় = নিরতিশয়, পুনঃ + আবিষ্কার = পুনরাবিষ্কার।
৪.২ বিসর্গসন্ধিতে বিসর্গ লুপ্ত হয়ে আগের স্বরধ্বনিকে দীর্ঘ করছে এমন উদাহরণ :
নিঃ + রব = নীরব, চক্ষুঃ + রোগ = চক্ষূরোগ,
নিঃ + রোগ = নীরোগ, স্বঃ + রাজ্য = স্বারাজ্য,
নিঃ + রস = নীরস, নিঃ + রন্ধ্র = নীরন্ধ্র।
৪.৩ জোড়বাঁধা সাধিত শব্দ ও শব্দখণ্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দের উদাহরণ :
- জোড়বাঁধা সাধিত শব্দের উদাহরণ - বাগাড়ম্বর, পটলতোলা।
- শব্দখণ্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দের উদাহরণ - (- তম) প্রিয় + তম = প্রিয়তম, (- ইক) সমুদ্র + ইক = সামুদ্রিক।
৪.৪ সংখ্যাবাচক ও পূরণবাচক শব্দের পার্থক্য :
- সংখ্যাবাচক শব্দ সবক্ষেত্রে বহুবচন প্রকাশ করে, কিন্তু পূরণবাচক শব্দ সবক্ষেত্রেই একবচন প্রকাশ করে।
- সংখ্যাবাচক শব্দ সবকিছুর সংখ্যা নির্দেশ করে কিন্তু পূরণবাচক শব্দ সবকিছুর ক্রমিক অবস্থান নির্দেশ করে।
Similar questions